avertisements 2

গাজা ইস্যুতে পোস্ট নিয়ে সমালোচনা, জবাব দিলেন আজহারী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ ডিসেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:২২ এএম, ২২ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

মাওলানা মিজানুর রহমান আল আজহারী। ফাইল ছবি

হামাস-ইসরাইল সংঘাত নিয়ে উত্তপ্ত বিশ্বরাজনীতি। বিশেষ করে মুসলিম দেশগুলোতে তুঙ্গে উঠেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব। এমন পরিস্থিতি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে এক বিতর্কিত টুইট করে বিপাকে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আল আজহারী।

মাইক্রোব্লগিং সাইট এক্স-এ বুধবার এক টুইট করেন মালয়েশিয়াপ্রবাসী জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আল আজহারী। সেখানে গেল ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি যোদ্ধাদের পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাডের সমালোচনা করেন তিনি।

বিতর্কিত সেই টুইটে আজহারী ফিলিস্তিনি যোদ্ধাদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে নিরপরাধ জীবনকে হুমকিতে ফেলে এমন সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর আহ্বান জানান। 

এ সময় অবিলম্বে ইসরাইলি বন্দিদের মুক্তির দাবিসহ মুসলিম ও ইহুদিদের শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্বের ওপর জোর দেন তিনি। 

মিজানুর রহমান দ্বিরাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দিয়ে উভয়পক্ষের বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ করার কথা বলেন। 

জানান, ভবিষ্যতে মুসলিম ও ইহুদিদের মধ্যে বোঝাপড়া এবং সহানুভূতি প্রচার করে সম্প্রীতি বজায় রাখার কথা।

এ টুইটের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমালোচনায় মুখর হয়ে উঠে ফিলিস্তিনপন্থিরা। 

সমালোচনার মুখে পরে দুঃখ প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাস দেন মিজানুর রহমান আল আজহারী।

এমন সমালোচনার মুখে এক ফেসবুক স্ট্যাটাসে মিজানুর রহমান আল আজহারী জানান, ব্যক্তিগতভাবে তিনি কখনো টুইটার চালায়নি। তিনি শুধু তার ভেরিফায়েড ফেসবুক পেজটি চালান। 

কয়েক দিন আগে অপর ব্যক্তিকে তার টুইটার ভেরিফায়েড করার দায়িত্ব দেওয়া হলে ওই ব্যক্তি এসব টুইট করে। বিতর্কিত ওই টুইটকে মিসলিডিং টুইট দাবি করে দেখামাত্রই সেটি ডিলিট করতে বলেন তিনি। এ সময় অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন মিজানুর রহমান আল আজহারী। 

আরও বলেন, প্রশ্নাতীতভাবে ফিলিস্তিন ইস্যু আমাদের হৃদয়ের ইস্যু, ইমানের ইস্যু। আমরণ আমরা হৃদয়ে আকসাকে ধারণ করে যাব ইনশাআল্লাহ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2