avertisements 2

ভূমধ্যসাগর থেকে শিশুসহ ৩০ বাংলাদেশি উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ নভেম্বর, বুধবার,২০২৩ | আপডেট: ০৯:১০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

বাংলাদেশি উদ্ধার ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে এক শিশুসহ ৩০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ফরাসি দাতব্য সংস্থা এমএসএফ। তাদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টসের সাহায্যে ৩০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
 

শুক্রবার (৩ নভেম্বর) অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডক্টর উইদাউট বর্ডারসের নাবিকরা।

ইনফোমাইগ্রেন্টসের এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে লিবিয়া উপকূলের আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার অভিযানটি পরিচালনা করা হয়। ওই সময় একটি মোটরচালিত নৌকায় ঝুঁকিতে থাকা ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করে জিও ব্যারেন্টস জাহাজে তোলা হয়। অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসা নৌকাটি ছিল সাদা ফাইবারগ্লাসের তৈরি।

উদ্ধারের পর নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি জানান, মাস খানেক হলো বাংলাদেশ ছেড়ে আসি। বাংলাদেশ থেকে বিমানে বাহরাইন ও ইস্তাম্বুল হয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছিলাম। একটি কোম্পানিতে কাজের ভিসায় লিবিয়ায় এসেছিলাম। সমুদ্র যাত্রার আগে দালালের ‘গেইম ঘরে’ তিন থেকে চার দিন অনেক কষ্টে ছিলাম। খাবার, পানি ও গোসল নিয়ে অনেক কষ্ট পেয়েছি।

এ সময় দালালরা তাদের এ মৃত্যুযাত্রায় ঠেলে দিয়েছে বলেও জানান এ বাংলাদেশি।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2