হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৯ পিএম, ২৬ অক্টোবর,সোমবার,২০২০ | আপডেট: ১০:১৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ঘষা লাগার কারণে নৌবাহিনীর এক কর্মকর্তাকে বেধড়ক মারধর করেছেন ওই গাড়িতে থাকা কয়েকজন। মারধরের ঘটনায় ভুক্তভোগী মোটরসাইকেল চালক নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমের দাঁত ভেঙে গেছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডি কলাবাগান সিগন্যাল সংলগ্ন পাংশি রোডের মুখে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম মারধরের ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সড়কে মারধরের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে আহত অবস্থায় ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম অভিযোগ করে জানান, তিনি এবং তার স্ত্রী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের সামান্য ঘষা লাগে। এই ঘটনায় ওয়াসিম মোটরসাইকেল থামিয়ে কথা বলার চেষ্টা করেন। কিন্তু সংসদ সদস্য স্টিকার যুক্ত ওই গাড়ির ভেতরে থাকা লোকজন বের হয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। তাকে বেধড়ক মারধর করেন। ওয়াসিমের স্ত্রীর গায়েও হাত তোলেন তারা। তিনি বারবার তার পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করলেও হামলাকারীরা কর্ণপাত করেননি। তারা বেধড়ক মারধর চালিয়ে যাচ্ছিলেন।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল বাংলানিউজকে বলেন, এই ঘটনায় দুই পক্ষই থানায় রয়েছেন। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সুরাহা করতে আলোচনা করছেন।
ধানমন্ডি থানা পুলিশ জানায়, সংসদ সদস্য স্টিকার যুক্ত গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ ১১-৫৭৩৬) হাজী সেলিমের। তবে তিনি গাড়িতে ছিলেন না। ঘটনার সময় গাড়িতে ছিলেন সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও তার নিরাপত্তারক্ষীরা।
ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল্লাহ জাহিদ বাংলানিউজকে বলেন, কলাবাগন এলাকার পাংশি রোডের মুখে সংসদ সদস্য হাজী সেলিমের জিপ গাড়ির সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল সামান্য ঘষা লাগায় এই মারধরের ঘটনা ঘটে। প্রথমে কথা কাটাকাটি, এরপর হাতাহাতির ঘটনা ঘটে। এতে নৌবাহিনীর কর্মকর্তা আহত হন।
এরপর ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও গাড়িটি জব্দ করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে সংসদ সদস্য স্টিকার যুক্ত জিপ গাড়ির চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে বলেও জানান এএসআই আবদুল্লাহ জাহিদ।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বাংলানিউজকে বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম কোনো মামলা করতে চাননি। তিনি ঘটনা উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।