avertisements 2

সৌদি এয়ারলাইন্সের সামনে আজো প্রবাসীদের ভিড়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৫ এএম, ১৪ অক্টোবর, বুধবার,২০২০ | আপডেট: ০৭:৩০ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

রিটার্ণ টিকিট পেতে রাজধানীর কাওরানবাজারে সৌদি এয়ারলাইন্সের কাউন্টারের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসীরা। আজ মঙ্গলবার ৪০০ জনকে টিকিট দেয়া হবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ যাদের কম তাদের টিকিট ইস্যু করা হচ্ছে।

এদিকে, করোনাভাইরাস মহামারীর মধ্যে ইতালি থেকে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, ইতালি প্রবাসীদের ফেরত যাওয়ার বিষয় কোনো সুখবর তার কাছে নেই।

গত ৯ জুলাই বাংলাদেশ থেকে সবার প্রবেশ নিষিদ্ধ করে ইতালি সরকার। এরপর তা ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। সেই সময় এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত গড়ালো।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2