সস্ত্রীক কুর্মিটোলা হাসপাতালে ভর্তি মেয়র আতিকুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ অক্টোবর,
বুধবার,২০২০ | আপডেট: ১২:০৪ এএম, ২ আগস্ট,শনিবার,২০২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সঙ্গে মেয়রের সহকারী একান্ত সচিব রিসাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের সঙ্গে একই হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রিসাদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম ও মেয়রের একান্ত সচিব রিসাদ মোর্শেদ অসুস্থ বোধ করায় গত রোববার সকালে করোনা পরীক্ষার জন্য তারা নমুনা দেন এবং রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে।
এরপর প্রথমে তারা নিজ বাসায় অবস্থান করছিলেন। পরে আজ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনজন। রোগমুক্তির জন্য নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন তারা।