শেষ দিনেও তারা এক হতে পারেনি!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৩৮ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ফাইল ছবি
২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমশিনার (সিইসি) করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেওয়া হয়। এরপর ওই বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন নুরুল হুদা, মাহবুব তালকুদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। পাঁচ বছর দায়িত্বে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, সব সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করেন। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) তাদের শেষ কর্মদিবস।
তবে দীর্ঘ এই পাঁচ বছরে পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে প্রায় খবরের শিরোনাম হয়েছেন তারা। একে অন্যের দিকে তীর্যক বাক্য ছুড়েছেন সংবাদ সম্মেলনে। শুধু তাই নয় কমিশন বৈঠকে নোট অব ডিসেন্ট দিয়ে সভাও বেশ কয়েকবার বর্জন করেন মাহবুব তালুকদার। সর্বশেষ ‘নির্বাচন আইসিউইউতে’ ও ‘গণতন্ত্র লাইফ সাপোর্টে’ মন্তব্য করলে কড়া জবাব দেন সিইসি। তবে বিদায় বেলায়ও যে তাদের মধ্যে মতবিরোধ থাকবে, তা হয়তো কেউ ভাবতে পারেনি।
জানা গেছে, পাঁচ বছরের সফলতা তুলে ধরতে আজ সোমবার সংবাদ সম্মেলন ডাকেন প্রধান নির্বাচন কমিশনার। এতে উপস্থিত হননি জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন শেষে ইসি সচিবালয়ের নিজ কক্ষের সামনে পৃথক বিদায়ী সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই সিইসি জানান, মাহবুব তালুকদার অনুপস্থিত থাকছেন।
সংবাদ সম্মেলনে কেন থাকছেন না এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, তিনি (মাহবুব তালুকদার) আলাদা কথা বলবেন, সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। এর বেশি কিছু বলতে পারব না।
এদিকে কমিশনের অন্য কমিশনার ব্রিগেডিয়ার শাহাদাৎ হোসেন চৌধুরী অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি।