সাগর-রুনি হত্যা রহস্য উদঘাটনে ব্যর্থতাকে সক্ষমতার অভাব মানতে নারাজ র্যাব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৪৭ পিএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
তদন্তের দায়িত্ব পাওয়ার ১০ বছর পরও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার রহস্য উদঘাটন করতে না পারার বিষয়টিকে সক্ষমতার অভাব বলে মানতে রাজি নয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার র্যাবের মুখপাত্র ও আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আল মঈন বলেন, 'র্যাবের সক্ষমতা নেই। এটা একটা জেনারালাইজড বক্তব্য। এটা কীভাবে বলেন?...তদন্তকারী কর্মকর্তা পেশাদারিত্বের সঙ্গে সবগুলো সাইড ক্ষতিয়ে দেখছেন। এভাবেই তদন্ত চলমান রয়েছে।' তিনি বলেন, 'আদালতকে টাইম টু টাইম অগ্রগতি জানানো হচ্ছে। সে জন্যই আদালত আমাদের সময় দিচ্ছেন।'
'র্যাব যখন তদন্ত করবে, তখন একটি ব্যাপার নিশ্চিত করতে চায়, যেন কোনো নিরপরাধ ব্যক্তি দোষী সাব্যস্ত না হয়।' তিনি বলেন, 'হত্যাকাণ্ডের পর প্রাথমিকভাবে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ১৬০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আলামত যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। সেখান থেকে কিছু তথ্য এসেছে। আশা করছি, শিগগিরই আপনারা এ বিষয়ে জানতে পারবেন।'
র্যাবের তদন্তে ভিক্টিমের পরিবার আস্থা হারিয়ে ফেলছে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এমন কিছু তাদের নজরে আসেনি। এ ছাড়া এটি আদালতের এখতিয়ারভুক্ত।' এ রকম একটি বিষয় র্যাবের জন্য খারাপ লাগার মতো বিষয় কি না জানতে চাইলে তিনি বলেন, 'এটি খারাপ লাগার কোনো কিছু না।'
তিনি আরও বলেন, 'এই মামলা সরকার এতটাই গুরুত্ব দিয়েছে যে, ঘটনাস্থল থেকে জব্দ আলামত যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠানো হয়েছে। বাংলাদেশে কয়টি মামলার তদন্তে বহির্বিশ্বের এমন স্বনামধন্য প্রতিষ্ঠানে আলামত পাঠিয়েছে, সঠিক আসামি ধরার জন্য? রেফারেন্সটা দিতে পারবেন? আমি মনে করি পারবে না।'