avertisements 2

কাঁচামাল সংকটে বন্ধ কিডনি ডায়ালাইসিস সেবা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৪:০৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

কর্তৃপক্ষের কাছে সাড়ে ২৩ কোটি টাকা বকেয়া। তাতে টাকার অভাবে তীব্র সংকট কাঁচামালের। এমন অজুহাতে চট্টগ্রাম মেডিকেলে কিডনি রোগীদের ভর্তুকিমূল্যে ডায়ালাইসিস সেবা কাল থেকে বন্ধের ঘোষণা দিয়েছে পরিচালনা সংস্থা স্যান্ডর। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন কয়েক হাজার রোগী।

ষাটোর্ধ্ব আইয়ুব রানা। চট্টগ্রাম মেডিকেলের ডায়ালাইসিস সেন্টার স্যান্ডরে এসছিলেন সকালে। কিন্তু বুধবার থেকে ভর্তুকিমূল্যে ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যাবে কর্তৃপক্ষের এমন নোটিশ দেখে পড়ে গেছেন বড় দুঃশ্চিন্তায়। যিনি এই কেন্দ্র থেকে সেবা নিয়ে যাচ্ছেন চার বছর ধরে।

এমন আরেক রোগীর স্বজন আসহাব উদ্দিন। সেবা বন্ধের এমন খবর শুনে উৎকণ্ঠা নিয়ে তিনিও এসছিলেন কেন্দ্রে। এখন বন্ধ হলে সামনে কোথায় করাবেন তার বাবার ডায়ালাইসিস, সেটি নিয়ে উদ্বিগ্ন তিনি। শুধু এ দু'জন নন। এমন অনিশ্চয়তা নিয়ে হাসপাতালে ঘুরছেন অনেক রোগী এবং তাদের স্বজনরা।

পিপিপির আওতায় চলমান এই সেবা হঠাৎ বন্ধ হয়ে যাবার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, মুলত গত কয়েক বছরের সেবার বিপরীতে কর্তৃপক্ষের কাছে বকেয়া রয়ে গেছে সাড়ে ২৩ কোটি টাকার মত। ফলে কাঁচামাল সংকটসহ নানা কারণে এ সেবা দিতে অপারগতার কথা জানালেন তারা। 

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, বিষয়টি দ্রুত সমাধানের মাধ্যমে সেবাটি আবার চালু রাখা হবে। তথ্য বলছে, স্যান্ডরের এই সেন্টার থেকে প্রতিদিন চার শিফটে ডায়ালাইসিস সেবা দেয়া হয় অন্তত ১শ জনকে কিডনী রোগীকে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2