কক্সবাজারে ইলেকট্রনিক ডিভাইস লাগানো পাখি উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৪৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মহেশখালীর ধলঘাটা থেকে শরীরে ইলেকট্রনিক ডিভাইস লাগানো একটি পাখি উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে এই পাখিটিকে টুটক পাখি বলা হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার ধলঘাটায় সরকারের চলমান প্রকল্প অর্থনৈতিক অঞ্চল পন্ডিতের ডেইল নামক এলাকার সুইস গেইটে স্থানীয় কিশোর মো. নোমান পাখিটি দেখতে পায়। পাখিটির শরীরে ইলেকট্রনিক ডিভাইস দেখতে পেয়ে ওই কিশোর স্থানীয় ইউনিয়ন পরিষদকে খবর দেয়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হাসান পাখিটি উদ্ধার করেন। এই বিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুল হাসান জানান, পাখিটির শরীরে ইলেকট্রনিক ডিভাইস দেখতে পেয়ে স্থানীয় এক কিশোর ইউনিয়ন পরিষদে খবর দেয়। পরে পাখিটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন ও বনবিভাগকে জানানো হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ট্রেস মিটার অথবা সিসিটিভি ক্যামেরা।