মধ্যরাতে কড়া পুলিশি পাহারায় সমুদ্র সৈকতে ডিআইজি কন্যা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০২:৩৬ পিএম, ২২ জানুয়ারী,
বুধবার,২০২৫
তিন পুলিশ সদস্যের প্রটোকল নিয়ে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ান এক তরুণী। সঙ্গে ছিল আরও এক নারী। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ দৃশ্য দেখা যায়।ওই তরুণীর প্রটোকলে কেন তিন পুলিশ সদস্য? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সেই তরুণী মূলত চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনের মেয়ে নুসরাত রিধিতা রিয়। যার কারণে জেলা পুলিশ তার প্রটোকলে তিন পুলিশ সদস্য রেখেছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত পুলিশ প্রটোকলে সৈকতে ঘুরে বেড়ান তিনি। এছাড়াও মদের বার কয়লাতেও যান ওই তরুণী। গত তিনদিন ধরে পুলিশ সদস্যরা তার পেছন পেছন ঘুরছেন।প্রশ্ন উঠেছে, চাহিদার চেয়ে অনেক কম পুলিশ নিয়ে চলছে কক্সবাজার জেলা পুলিশ। নানা সময় অকপটে তা স্বীকারও করেন এখানকার পুলিশ কর্মকর্তারা। তবে কেন ডিআইজির মেয়ের প্রটোকলে তিন পুলিশ সদস্য।
এমন প্রশ্নের উত্তর মিলেনি কারও কাছে। পাহারায় দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, ডিআইজি স্যারের মেয়ে। ওপরের নির্দেশে ডিউটি। আমাদের যেখানে ডিউটি দেয় সেখানে যেতে হয়। পুলিশ সূত্রে জানা গেছে- ডিআইজি আনোয়ার হোসেনের মেয়ে হওয়ায় তিনি গত তিনদিন ধরে থাকছেন জেলা পুলিশের অফিসার্স বাংলোতে। যার অবস্থান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অভ্যন্তরে।
রিয়া ইতোমধ্যে মারমেইড বীচ ক্যাফে, পাটোয়াটেক পাথুরে সৈকতসহ নানা স্থানে ঘুরে বেড়ান। সবখানেই ছিল কড়া পুলিশি পাহারা।প্রটোকলের বিষয়ে জেলা পুলিশের কোনো কর্মকর্তা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, এটি প্রটোকল নয়। ডিআইজি স্যারের মেয়ে হিসেবে জাস্ট নিরাপত্তা দেয়া হচ্ছে।