avertisements 2

সড়কে প্রাণ গেল আ.লীগ ও যুবলীগ নেতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৪৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। সোমবার সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানার পোর্ট লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ফকিরবাড়ির আব্দুর রবের ছেলে মোহাম্মদ নাসির (৪০) ও একই এলাকার কামাল উদ্দিন (৪১)। নাসির ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কামাল ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

এছাড়া আহতরা হলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য ইসমাইল হোসেন (৬৫) ও বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু (৪০)।

পাহাড়তলী থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘সাগরিকা পোর্ট লিংক রোডে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে একজন মারা যায়। অন্য দুইজন চিকিৎসাধীন।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2