avertisements 2

ছাত্রলীগ সভাপতির হাত থেকে সেই ২০ এসি উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:১৪ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

মিডিয়া ব্র্যান্ডের ২০টি এসি বিক্রি করে টাকা না পেয়ে এখন রাঙামাটির পথে পথে ঘুরছেন ঢাকার এক এসি ব্যবসায়ী। এসি বিক্রির সাত লাখ ৪৬ হাজার টাকার মধ্যে অগ্রিম পাওয়া এক লাখ টাকা ছাড়া বাকি টাকা না পেয়ে রাঙামাটি এসে বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে ব্যর্থ হয়ে বুধবার রাতে রাঙামাটির কোতোয়ালি থানায় অভিযোগ দেন হান্নান মিয়া নামের ওই ব্যবসায়ী।   

অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহসিনুর রহমান এবং শাহীন হায়দার নামে ঢাকার এক ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ‘কৌশলে ২০ এসি ছাত্রলীগ সভাপতির হাতে! পথে পথে ঘুরছেন ব্যবসায়ী’ একটি সংবাদ প্রকাশিত হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাংবাদিকসহ প্রশাসনের বিভিন্ন স্তরে সাক্ষাৎ করে অভিযোগ করার পর বৃহস্পতিবার বিকেলে হোটেল সোনার বাংলা থেকে সেই ২০টি এসি জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি কবির আহমেদ জানিয়েছেন, ‘যেহেতু বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তাই আপাতত এসিগুলো জব্দ করে থানায় নিয়ে এসেছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে টাকার সমস্যা সমাধান করার চেষ্টা করব আমরা। তারপর বাকি সিদ্ধান্ত। ’

এসি সরবরাহকারী সাকিরা ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. হান্নান মিয়া রাঙামাটির স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি ডিসি স্যারকে ফোন করার পর স্যার আমাকে এসপি স্যারের কাছে পাঠান। এসপি স্যার আমার সব কথা শুনে এবং কাগজপত্র দেখে তাৎক্ষণিক এসিগুলো জব্দ করার নির্দেশ দেন। আমি রাঙামাটির প্রশাসন ও সাংবাদিকদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2