ইফতার পর্যন্ত প্রাণে বাঁচার আকুতি জানিয়েও রেহাই পেলেন না যুবক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১২:৪৮ এএম, ১৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর চেরাংঘর বাজার থেকে ইফতার কিনে বাসায় ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে মোর্শেদ আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সেচ প্রকল্পের ইজারা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
বৃহস্পতিবার রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন। তিনি বলেন, এঘটনায় হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। নিহত মোর্শেদ আলী ওরফে মোর্শেদ বলী (৩৮) পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মাস্টার ওমর আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই জয়নাল আবেদীন জানান, মোর্শেদের ইজারা নেয়া দীর্ঘদিনের একটি সরকারি সেচ প্রকল্প স্থানীয় মাহমুদুল হকসহ কয়েকজন দখল করে নেন। এ নিয়ে মোর্শেদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। কিছু দিনের মধ্যে ওই সেচ প্রকল্পের নতুন করে ইজারা হওয়ার কথা আছে। ইজারা পেতে মোর্শেদ আবেদন করেছেন। এ নিয়ে ক্ষিপ্ত হন মাহমুদুল। বৃহস্পতিবার বিকেলে এলাকার বাজারে ইফতার কিনে বাসায় ফেরার সময় মোর্শেদের ওপর হামলা চালায় মাহমুদুল, মো. জয়নাল, কলিম উল্লাহসহ অন্তত ২০ জন। তারা মোর্শেদকে কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নেয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, ইফতার নিয়ে ফেরার সময় আকস্মিক হামলা ও রোজায় ক্লান্ত মোরশেদ হতবিহ্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলার সময় মোরশেদ হামলাকারীদের বলছিলেন- সারাদিনের রোজায় বেশি ক্লান্ত, মারতে চাইলে ইফতারের পর মারিও। এরপরও মোরশেদকে মারধর করে কুপিয়ে মাটিতে ফেলে হামলাকারীরা চলে যায়।