রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক গোলাগুলি, নিহত ২
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৫৮ পিএম, ৪ অক্টোবর,রবিবার,২০২০ | আপডেট: ০৭:৩৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছেে। এ ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গোলাগুলিতে আরও ১০-১২ জন আহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানা পালিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর পর্যন্ত কুতুপালং ক্যাম্পের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আরসা ও মুন্না নামে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দফায় দফায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম সমিরা আক্তার (৪১)।