চট্টগ্রাম সৈকতজুড়ে ছড়িয়ে আছে মাল্টা আর মাল্টা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৪৪ এএম, ২৯ আগস্ট,শুক্রবার,২০২৫

চট্টগ্রাম সৈকতজুড়ে ছড়িয়ে আছে মাল্টা আর মাল্ট। সেই মাল্টা নিয়ে ছোড়াছুড়ি করছে শিশুরা। কেউবা আবার লুটোপুটি খাচ্ছে মাল্টার ওপর। সৈকতের পাশেই দেখা মিলেছে এমন দৃশ্যর। বুধবার (১৬ জুন) আনোয়ারা উপজেলার পারকি সৈকতে এত মাল্টা দেখে বিস্মিত হয়েছেন স্থানীয় লোকজন।
তাদের ধারণা, আমদানি করা এসব মাল্টা হয় বন্দরের ইয়ার্ডে অথবা হিমাগারে পচে যাওয়ায় আমদানিকারকরা ফেলে দিয়েছেন। তারা জানান, রাতের আঁধারে ট্রাকে করে এনে পচা মাল্টাগুলো ফেলা হয়েছে। পরে জোয়ারের ঢেউয়ে সেগুলো ছড়িয়ে পড়ে সৈকতের আধা কিলোমিটার এলাকায়। মাল্টাগুলো খাবারের অনুপযোগী, পচা। এতে পরিবেশদূষণের আশঙ্কা তাদের।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, সৈকতে পচা মাল্টার খবরটা সন্ধ্যায় আমরা জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।