আল্লামা শফীর ছেলেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২৫ পিএম, ১৭ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৬:৪৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানীকে হাটহাজারী মাদ্রাসা থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হাটহাজারী। মাদ্রাসায় আধিপত্য বিস্তার, সাধারণ ছাত্রদের হয়রানি এবং মাদ্রাসাকে ব্যাক্তিগত সম্পত্তি হিসেবে নিজেদের দখলে নেওয়ার অপচেষ্ঠার বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে বলে বিক্ষোভকারী সাধারণ ছাত্ররা জানিয়েছে।
বুধবার যোহরের নামাজের পর পরই মাদ্রাসার শত শত ছাত্র মাদ্রাসা ময়দানে সমবেত হয়ে আনাস মাদানীর বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে বহিষ্কারের দাবি জানাতে থাকে।
আবু নাঈম নামে বিক্ষোভকারীদের একজন মাদ্রাসা ছাত্র জানান, আল্লামা শফী পুত্র আনাস মাদানীকে মাদ্রাসা থেকে বহিষ্কারের দাবিতে মাদ্রাসার শত শত ছাত্র এখন মাঠে নেমেছে। সাধারণ ছাত্রদের হয়রানি, মাদ্রাসাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই আন্দোলন চলবে।