avertisements 2

চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৫২ পিএম, ১৭ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৩৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বেসরকারি একটি টিভি চ্যানেল। আহত হয়েছে অন্তত ২৫ জন। শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, বেতন ভাতা নিয়ে শুক্রবার থেকে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সকালে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন শ্রমিক নেতারা। বৈঠক চলার সময় দাবি-দাওয়া আদায় নিয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন অন্তত ২৩জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

২০১৬ সালের এপ্রিলে একই বিদ্যুৎকেন্দ্র নিয়ে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘাতে ছয়জন নিহত হন। বাঁশখালী ১৩২০ মেগাওয়াট কয়লাবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নের কাজ করছে এস আলম গ্রুপ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2