বদির বিচার কার্যক্রম শুরু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৬:৪৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক বিতর্কিত এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের দায়ের করা মামলায় এই নির্দেশ দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কার্যক্রম শুরু হলো।
রবিবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো ইসমাইল হোসেন এ নির্দেশ দেন।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে বদির বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। ওই সময় আওয়ামী লীগ নেতা বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন।