দুই মাস আগে টিকা নিয়েও করোনা পজিটিভ চট্টগ্রামের জেলা সিভিল সার্জন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৩৮ পিএম, ৩০ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:১৬ পিএম, ২ এপ্রিল,
বুধবার,২০২৫

করোনার টিকা নিয়েও চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
তিনি বলেন, ‘গতকাল নমুনা প্রদান করার পরে আজ রিপোর্ট আসলে তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। তবে বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।’
ফজলে রাব্বি সিভিল সার্জনের পাশাপাশি করোনাভাইরাস চিকিৎসার জন্য বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কেরও দায়িত্বে আছেন। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকা নেন তিনি। এরপর ৫০ দিনের মাথায় করোনা আক্রান্ত হন।