চট্টগ্রামে তিন দিনের রিমান্ডে ‘লেডি গ্যাং লিডার’ সিমি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৩ এএম, ১৫ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ১০:৫৩ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
চট্টগ্রামের পতেঙ্গা থানার নেভাল একাডেমি এলাকায় এক কিশোরীকে মারধর এবং শাসানোর ঘটনায় ‘লেডি গ্যাং লিডার’ তাহমিনা সওদাগর তমা ওরফে সিমরান সিমিকে (১৬) শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রবিবার (১৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের হাকিম হোসেন মো. রেজার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন বলেন, ‘সম্প্রতি এক কিশোরীকে মারধরের ঘটনায় সিমরান সিমিকে গ্রেফতারের পর পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে কিশোরীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শনিবার (১৩ মার্চ) দুপুরে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। এ নিয়ে ‘আলোচিত সেই ‘লেডি গ্যাং’ লিডার সিমি পুলিশের জালে!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয় বিডি২৪লাইভে।
পরবর্তীতে শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী পতেঙ্গা থানায় সিমিকে আসামি করে মামলা করলে তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিডি২৪লাইভকে বলেছিলেন, ‘এক কিশোরীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আমরা দুপুরে তাকে জিজ্ঞাসাদের জন্য আটক করি।।পরবর্তীতে ভিকটিম ওয়াসিকা নিজেই বাদী হয়ে সিমিকে একমাত্র আসামি করে মামলা দায়ের করলে আমরা তাকে গ্রেফতার দেখিয়েছি।’
আজ সে মামলায় সিমিকে আদালতে রিমান্ড আবেদন করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বছরের ২৪ আগস্ট বাসায় ঢুকে এক তরুণীকে বেধড়ক মারধর করেছিল ‘লেডি ক্যাডার’ সিমি ও তার গ্রুপ। পরে ওই তরুণীর মামলার জেরে গত ২৭ আগস্ট দুই সহযোগীসহ ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সিমি। সেই মামলায় বেশ কয়েকদিন কারাগারে থেকে জামিন পায় সে।