সড়ক অবরোধ করে ১০ গাড়ি ভাঙচুর, ৩ ছাত্রলীগ নেতা আটক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:০০ পিএম, ১৫ নভেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৮:৫৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
টায়ারে আগুন দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় অন্তত ১০টি পর্যটকবাহী গাড়ি ভাঙচুর করেন তারা। এ ঘটনায় দীঘিনালা ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে খাগড়াছড়ির জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিবাহিত ও অছাত্রদের নিয়ে দীঘিনালা উপজেলা ও কলেজ ছাত্রলীগের প্রেস কমিটি ঘোষণার প্রতিবাদে অবরোধ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।