ব্যাংক খুলেছে, কিন্তু টাকা নেই, গাজায় ভোগান্তিতে সাধারণ মানুষ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ নভেম্বর,সোমবার,২০২৫ | আপডেট: ০৬:৩০ পিএম, ২৪ নভেম্বর,সোমবার,২০২৫
অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে তীব্র ব্যাংকিং সংকট। নগদ অর্থের সঙ্কটে ব্যাংকগুলো কার্যত ‘ক্যাশলেস’ হয়ে পড়েছে, ফলে গ্রাহকরা দীর্ঘদিন ধরেই কোনো অর্থ তুলতে পারছেন না। এতে খাদ্য, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাসহ মৌলিক চাহিদা মেটাতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, যুদ্ধ ও অবরোধের কারণে ব্যাংকগুলোতে নতুন করে কোনো নগদ অর্থ প্রবেশ করছে না। ফলে এটিএম বুথ বন্ধ হয়ে আছে, ব্যাংকের কাউন্টারও অকার্যকর হয়ে পড়েছে। অনেকে ব্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও হতাশ হয়ে ফিরছেন।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, নগদ সরবরাহ স্বাভাবিক না হলে লেনদেন চালু করা সম্ভব নয়। অন্যদিকে নাগরিকরা বলছেন, নগদ অর্থ ছাড়াই চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে—বাজারে ডিজিটাল পেমেন্টও কার্যত অকার্যকর হয়ে আছে।
মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়ে বলেছে, এই আর্থিক স্থবিরতা গাজায় মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলতে পারে। জরুরি সহায়তা ছাড়া গাজাবাসীর জীবনযাপন ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে।
গত মাসে জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজায় ইসরায়েলের ‘আর্থিক শ্বাসরোধ’ নীতির বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারা জানান, বেশিরভাগ ব্যাংক ও এটিএম বুথ ধ্বংস করে দেওয়া হয়েছে এবং নতুন মুদ্রার প্রবাহ বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে তারা মূল্যস্ফীতি ব্যাপক হারে বৃদ্ধির বিষয়েও সতর্ক করেন। গাজার বাজারগুলোতে ছেঁড়া ও পুরোনো নোট জোড়া লাগিয়ে লেনদেন চলছে।





