ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১৪তম আসর আজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ এপ্রিল,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১০:৩৫ এএম, ৭ মার্চ,শুক্রবার,২০২৫

ফাইল ছবি
চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলার ১১৪তম আসর অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার (২৫ মঙ্গলবার)। এদিন বিকেল ৩টায় শুরু হবে বলী খেলা। এ উপলক্ষ্যে সকাল থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বলীদের রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়েছে।
এবারের আসরের উদ্বোধন করবেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
চসিকের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর ও মেলা আয়োজক কমিটির সভাপতি বাবু জহর লাল হাজারী ঢাকা পোস্টকে বলেন, মেলার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। উৎসবমুখর পরিবেশে বলী খেলা অনুষ্ঠিত হবে।
এদিকে, বলী খেলা উপলক্ষ্যে সোমবার (২৪ এপ্রিল) থেকে বসেছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। লালদিঘী মাঠের আশেপাশের প্রায় দেড় বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই মেলা বসেছে। মেলায় আসা দোকানে মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি ও পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্র, হাতপাখা, মাছ ধরার পলো, ডালা, কুলো, গাছের চারা, মুড়ি মুড়কি, শীতল পাটি, দা-বটি, ছুরিসহ গৃহস্থালির বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে।
জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে পরিচিতি পায়। বৈশাখের ১২ তারিখে লালদিঘীর ময়দানে বলী খেলা হয়। এ উপলক্ষ্যে তিনদিন ধরে চলে মেলা।
২০২০ ও ২০২১ সালে করোনার কারণে জব্বারের বলী খেলা ও মেলার আয়োজন হয়নি। সে হিসেবে তিন বছর পর লালদিঘীর মাঠে