কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে হাত-পা বাঁধা ১০ জনের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ এপ্রিল,রবিবার,২০২৩ | আপডেট: ০৭:৪৭ এএম, ১২ মার্চ,
বুধবার,২০২৫

কক্সবাজারের উপকূলে ভেসে আসা এক ট্রলার থেকে ১০ জনের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস। রোববার (২৩ এপ্রিল) সকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সাগরের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভেসে আসা ট্রলার থেকে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ভেসে আসা ট্রলারকে সন্দেহজনক মনে হয়। পরে ট্রলারের পাটাতন তুলে খোঁজ করলে মরদেহ চোখে পড়ে স্থানীয়দের। পরে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, ভেসে আসা মাছ ধরার ট্রলারটি ২-৩ সপ্তাহ আগে সাগরে নিখোঁজ হয়। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে ১০টি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিসের এ উদ্ধারকাজ দুপুর ৩টা ৪২ মিনিটে শেষ হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানার মতো কোনো উপায় নেই। সবগুলো মরদেহ পঁচে কঙ্কালে পরিণত হয়েছে।
স্থানীয় জেলেদের দাবি, কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি মাছ ধরার নৌকায় একদল ডাকাত হামলা চালিয়েছে। ডাকাত দল লুটপাট করে জেলেদের খুন করেছে।