avertisements 2

হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন সাবেক ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫২ এএম, ১১ নভেম্বর, বুধবার,২০২০ | আপডেট: ১১:২৮ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

Text

আড়াইহাজারে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন সাবেক এক ছাত্রলীগ নেতা। মঙ্গলবার উপজেলার সদর পৌর সভার মুকুন্দী গাজীপুরা গ্রামে এই বিয়ের আয়োজন করা হয়। ওই ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন সাকু উপজেলার বিশনন্দী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের হাজী খোকনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার শাখাওয়াত হোসেন সাকু বিয়ে করতে যান সদর পৌর সভার মুকুন্দী গ্রামে। মুকুন্দী গ্রামের মো: হেলাল উদ্দিনের মেয়ের মোসা: শাহিনুর আক্তারের সাথে তার বিয়ে হয়। বিশনন্দী মসজিদের সামনে থেকে হেলিকপ্টারে চড়েন বর শাখাওয়াত হোসেন সাকু। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে তিনি সেখানে পৌঁছান।

কনের বাড়ি থেকে বিয়ে শেষে নববধূকে নিয়ে ৪টা ১০ মিনিটে নিজ বাড়িতে পৌঁছান। এই সময় শত শত লোক ভিড় জমায়। ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন জানান, আমার ইচ্ছা ছিল হেলিকপ্টারে বিয়ের আয়োজন করব। সেই ইচ্ছা পূরণ হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2