সাতক্ষীরায় প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দশম শ্রেণির ছাত্রীকে শিক্ষকের বিয়ে!
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ১৭ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট:  ০৭:২৭ এএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন করার বদলে দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করলেন এক শিক্ষক। ওই শিক্ষকের ঘরে প্রথম স্ত্রীও রয়েছেন।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামে এ ঘটনা ঘটেছে। শিক্ষক খায়রুল ইসলাম মানিকহার দ্বিমুখী দাখিল মাদরাসায় কর্মরত। শিক্ষকের বাল্যবিয়েতে জড়ানোর ঘটনার সমালোচনা করছেন এলাকার সচেতন লোকজন।
অভিযুক্ত শিক্ষক খায়রুল ইসলাম বলেন, ‘প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তাকে বিয়ে করেছি। ওই ছাত্রী দশম শ্রেণিতে পড়লেও বয়স ১৯ বছর।’ মানিকহার দ্বিমুখী দাখিল মাদরাসার সুপার ফজলুর রহমান বলেন, ‘অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


                                    
                                    
                                    
                                    
                                    


