সাতক্ষীরায় পাঁচ বছর ধরে ২০০ মৃত ব্যক্তির ভাতা তোলেন চেয়ারম্যান-মেম্বাররা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:২৭ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
প্রায় পাঁচ বছর ধরে ভাতাভুক্ত ২০০ জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নয় সদস্যের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট অভিযানে এ দুর্নীতি ধরা পড়ে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান।
দুদক জানায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকত হোসেন ও নয় সদস্যের বিরুদ্ধে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত উপজেলা সমাজ কল্যাণ অফিসের সহায়তায় বিগত চার-পাঁচ বছরে প্রায় ২০০ জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বিভিন্ন ধরনের ভাতার অর্থ তুলে আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদক অভিযান পরিচালনাকারী টিম এ সংক্রান্ত আরও তথ্য-প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানায় জনসংযোগ বিভাগ।