avertisements 2

জামায়াত নেতার বাসায় আত্মগোপনে ছাত্রলীগ নেতা!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৩ পিএম, ১৭ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৫:৫৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক ও তার ক্যামেরাম্যানকে মারধরের মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহম্মেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিনগত রাত ২টার দিকে পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাবু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ওই এলাকার স্কুলশিক্ষক ও জামায়াত নেতা আবু তালেব রওশনের বাড়িতে আত্মগোপনে ছিলেন ছাত্রলীগ নেতা সাদ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কুষ্টিয়ায় নিয়ে আসে জেলা গোয়েন্দা পুলিশ। 

সাদ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মওলা মণ্ডলের ছেলে। আবু তালেব রওশনের বাড়িও পাটিকাবাড়িতে। তিনি চাকরি সূত্রে আলমডাঙ্গায় থাকেন।

ছাত্রজীবনে কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করা আবু তালেব বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে তিনি জামায়াতের কোন পর্যায়ের নেতা তা জানা যায়নি। 

পুলিশ জানিয়েছে, গত ৬ ডিসেম্বর সংবাদ সংগ্রহকালে দীপ্ত টিভির প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও তার ক্যামেরাম্যানকে মারধর করে সাদ ও তার সমর্থকরা। 

এ ঘটনায় দেবেশ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এ ছাড়া সাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতাসহ নানা অভিযোগ রয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার তানভীর আরাফাত যুগান্তরকে বলেন, সাংবাদিক নির্যাতনের মামলায় ছাত্রলীগ নেতা সাদকে আলমডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন জামায়াত নেতার বাড়িতে আত্মগোপনে ছিলেন।

তবে জামায়াত নেতার সঙ্গে ওই ছাত্রলীগ নেতার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে কিনা তা জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।   

বিষয়:

আরও পড়ুন

avertisements 2