avertisements 2

মৃত ব্যক্তিদের নামে ‘ভোট না দেয়ার’ আহ্বানে শপথবাক্য পাঠ বিএনপির

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৩:৩৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

খুলনায় মৃত ব্যক্তির নামে গায়েবি মামলা ও তাদের জীবিত দেখিয়ে ভোট না দেয়ার আহ্বানে শপথবাক্য পাঠ করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে খুলনা নগরের টুটপাড়া কবরস্থানে এ শপথবাক্য পাঠ করে মহানগর বিএনপি।

শপথ বাক্যে বলা হয়, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে ভোট দেয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ৭ জানুয়ারির নির্বাচনে যারা মৃতদের জীবিত দেখিয়ে ভোট দেয়ার সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শপথ বাক্যে তারা আরও বলেন, কবরে শায়িত ব্যক্তিদের ককটেল মেরে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পান ‘গায়েবি’ মামলার তদন্ত কর্মকর্তারা। মৃত ব্যক্তিদের প্রতি অসম্মান-তাচ্ছিল্যকারীদেরও জবাব দেয়া হবে বলেও তারা বলেন।

পরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে লিফলেট বিতরণ করে খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, আব্দুর রহমান, শের আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2