avertisements 2

খুলনায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক প্রায় অর্ধশত,,,,,

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১০ পিএম, ৯ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৪:১২ পিএম, ১১ মে,শনিবার,২০২৪

Text

করোনা সংক্রমণ রোধে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করতে খুলনায় অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৮ নভেম্বর) আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে লক্ষ্যে সোমবার সকাল ১০টা থেকে খুলনা মহানগরীর চারটি স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে

খুলনা সার্কিট হাউস রোড এলাকা থেকে অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে অভিযান চলে কোর্ট রোড এলাকার শিববাড়ি মোড় ডাকবাংলা মোড়সহ জনবহুল এলাকায়।

এ ছাড়া জেলার সকল উপজেলাতেও নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় মাস্ক না পরার অপরাধে অনেককে জেল-জরিমানা করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী জানান করোনা পরিস্থিতি মোকাবেলায়  এ অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2