avertisements 2

সিডনিতে একুশের বইমেলা ও মাতৃভাষা দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ফেব্রুয়ারী, বুধবার,২০২০ | আপডেট: ০২:৩৫ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

বৈরী আবহাওয়ার সম্ভবনা থাকলেও ২৩শে ফেব্রুয়ারীর দিনটি শুরু হয়েছিলো আলোকের উজ্জ্বলতা দিয়ে। সারা দিন ব্যাপী নানা অনুষ্ঠান ও কর্মতৎপরতায় এ দিনটিতে একুশে একাডেমী অস্ট্রেলিয়া উদযাপন করলো ২২তম একুশের বইমেলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশ বাঙালী চেতনার কেন্দ্রবিন্দু, একুশ আমাদের স্পর্ধিত সাহস। ঘন সবুজে নিমজ্জিত এ্যাশফিল্ড পার্কের  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি সৌধকে ঘিরেই একুশে একাডেমী অস্ট্রেলিয়া এবারো অয়োজন করেছে একুশের বইমেলা ২০২০। । 

একুশে একাডেমী অস্ট্রেলিয়ার আয়োজিত  একুশের প্রভাতফেরী শুরু হয় সকালে সংগঠনের সকল সদস্য, শিশুকিশোর সহ এ আবেগময় প্রভাত ফেরীতে অংশগ্রহন করে সিডনির প্রায় ২৩ টি সংঠনের নেতা কর্মী ও সর্ব সাধারণ, প্রায় ৪০০ মানুষের এই প্রভাত ফরেী এখন সিডনির প্রানর আয়োজন। এসময় সিডনীর বিভিন্ন  মিডিয়ার প্রতিনিধিরাও  উপস্থিত ছিলেন।  ‘আমার ভাইয়ে রক্তে রাঙানো’ গানটি উচ্চারিত হওয়ার সাথে সাথেই যেন সবাই জেগে ওঠে নব উদ্দীপনায়। চারপাশের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। প্রভাতফেরী সমাপনের পর শুরু হয় সিডনির প্রখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।

সকালের শিশুদের পরিবেশনায় ক্রমান্বয়ে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। শিশুদের সকল পরিবেশনাই ছিলো সত্যিই হৃদয়স্পর্শী। বাংলাদেশের জাতীয় পতাকা ও অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা উত্তোলন করনে উত্তোলন করেন যৌথভাবে কনসাল জেনারেল ও সংগঠনরে সভাপতি ডঃ স্বপন পাল।  অনুষ্ঠানে আলোচনা সভায় সম্মানিত বক্তাদের আলোচনার মাঝ দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের গুরুত্ব, কর্মতৎপরতা এবং অনাগত সময়ে কি কি পদক্ষপে  গ্রহন করা উচিত সে বিষয়গুলো ফুটে ওঠে। 

এবারের মেলার মূল সহযোগতিাকারী  অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত বাংলা পত্রিকা “প্রভাত ফেরী’র সম্পাদকিা  শ্রাবন্তী কাজী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।   এ বছর একুশের বই মেলায় সিডনিস্থ ১০ জন কবি সাহত্যিকিরে বই এর মোড়ক উম্মোচন হয়।  সকলকেই লেখকদের অভিনন্দন  জ্ঞাপন করেন এবং বইয়ের প্রসার কামনা করেন। একুশে একাডেমীর নিজস্ব শিল্পীদের পরিবেশনায় গান ও আবৃতি ছিলো চমৎকার।

শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগীতার পর্বটি পরিচালনা করেন পটুয়া ও লেখক আশীষ বাবলু। তিনি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  এবারের বইমেলায় দর্শকের উপস্থিতি ছিলো আশাতীত। উপচে পড়া মানুষের ভীড়ে এ্যাশফিল্ড পার্ক হয়ে উঠেছিলো বাংলার পরিচিত আঙিনা। যেন পরিচিত একুশ মেলার প্রবাসী রূপ। সবশষে ২১শে ফেব্রুয়ারী রবিবার ২০২১ আগামী বছরের একুশে বইমেলার তারিখ ঘোষনা করা হয়।  ফটোঃ এডওর্য়াড অধকিারী ও সংগ্রহীত

বিষয়:

আরও পড়ুন

avertisements 2