avertisements 2

সিডনির বারডিয়াতে ‘বাঙ্গালী কমিউনিটি ইনক্’ এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৩৪ পিএম, ৫ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:৩২ এএম, ৬ মার্চ, বুধবার,২০২৪

Text

গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিডনি বাঙালি কমিউনিটির আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নতুন প্রজন্মের শিশু কিশোরদের মধ্যে মাতৃভাষায় শিক্ষাগ্রহন, সমাজ এবং রাষ্ট্রে বিভিন্ন ভাষা-ভাষি মানুষদের অন্তর্ভূক্তির মাধ্যমে যেমন রাষ্ট্রের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা যায় এবং একই সাথে সকল ভাষার সংরক্ষণ সম্ভব তার গুরুত্ব বিশ্লেষন করার নিমিত্তে এই গুরুত্বপূর্ণ আয়োজনটি করা হয় সিডনির বারডিয়াতে। 

অনুষ্ঠানের শুরুতেই মালিটিকালচারাল সোসাইটি, নিউ সাউথ ওয়েলস্, অস্ট্রেলিয়ার জেনারেল সেক্রেটারী মোহাম্মদ শফিকুল আলম শফিক তাঁর উদ্বোধনী বস্তব্যে বলেন, "সম্পূর্ণ ইংরেজি পরিবেশে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা শিক্ষা এবং সংস্কৃতি  চর্চার এই মহান উদ্যোগের জন্য সিডনি বাঙ্গালী কমিউনিটির প্রশংসা করেন এবং বলেন মাতৃভাষা চর্চা না থাকলে মাতৃভাষা হারিয়ে যায় আর তার উৎকৃষ্ট উদাহরণ হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে প্রায় শতাধিক আদিবাসীদের মাতৃভাষা আজ বিলুপ্ত এবং তখনই একটি ডাইভার্স এবং মাল্টিকালচারাল সোসাইটিতে সকল জাতি-গোস্ঠীকে অন্তর্ভূক্তির প্রচেষ্টা সফল হয়না"

বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি সিরাজুল হক বলেন," নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা শিক্ষা ও চর্চা থাকলে অস্ট্রেলিয়ার বুকে বাংলাদেশের ইতিহাস ও ভাবমূর্তি তুলে ধরা সহায়ক হবে। "

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্ম প্রথমে সমবেত কণ্ঠে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গান দিয়ে অনুষ্ঠান শুরু করে।  এর পর পর্যায়ক্রমে ১৯৫২ সালের ভাষা শহীদদের নিয়ে প্রবন্ধ পাঠ, কবিতা আবৃত্তি , একক ও দলীয় সমগীত পরিবেশন করে এই নতুন প্রজন্মের শিশু কিশোররা। 

Previous Next
 

সেলিমা বেগমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও অভিভাবকদের কয়েকজন। 

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2