avertisements 2

সিডনি বিডি কমিউনিটি হাবে ‘সিডনি বেঙ্গলি কমিনিউনিটি'র আয়োজনে বিজয় দিবসের বর্নাঢ্য অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৮ পিএম, ১৭ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১১:৪১ এএম, ১১ মার্চ,সোমবার,২০২৪

Text

১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে বিডি কমিউনিটি হাব সিডনি’র কমিউনিটি হলে সিডনির অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক’ আয়োজন করে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘এসো মেতে উঠি বিজয়ের উল্লাসে।’ সংগঠনটির পরিচালনায় রয়েছেন সেলিমা বেগম এবং আবু তারিক। সেলিমা এবং তারিক এক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অংগনে পরিচিত সংগঠক ছিলেন। প্রগতিশীল রাজনৈতিক ধারায় স্বৈরাচার বিরোধী আন্দোলনের মিছিলের অগ্রভাগে সেলিমার একদিনের জন্য অনুপস্থিতি ছিলো না। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের বর্তমান প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সংযুক্ত রাখতে সেলিমা এবং তারিক অবিরাম কাজ করছেন। এই প্রশান্ত মহাসাগরের তীরে তারা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে গড়তে চান শহীদ মিনার। তাদের পৃষ্ঠপোষকতায় রয়েছেন প্রগতিশীল কমিউনিটি নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীগন। রয়েছেন রাজনৈতিক নেতৃত্ব।  সিডনিতে সেলিমা, পূরবী, সাকিনাদের অনেক ত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে এই শক্তিশালী সিডনি বাঙ্গালী কমিউনিটি টীম।

বর্নাঢ্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুকিশোরদের অংশগ্রহনে পরিবেশিত হয় নাচ, গান এবং কবিতা। এই শিশুকিশোরদের নাচ, গান এবং কবিতায় তারা উপস্থাপন করলো পুরো বাংলাদেশকে, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে। 

Previous Next

শিশুকিশোরদের অনুপ্রেরনা দিতে উপস্থিত কমিউনিটি নেতৃত্বের মধ্যে এ্যাডভোকেট সিরাজুল হক, পিএস চুন্নু, আকিদুল ইসলাম এবং শফিকুল আলম শফিক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিডি হাব সিডনির সভাপতি এবং সাধারন সম্পাদক আবুল সরকার এবং আব্দুল খান রতন, উপস্থিত ছিলেন একে হক, বিশিষ্ট সংগীত শিল্পী আতিক হেলাল, মিতা হেলাল প্রমুখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2