বিমানের ফ্লাইটে দুই যাত্রীর মারামারির ভিডিও ভাইরাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৩:১৯ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

স্থানীয় সময় মঙ্গলবার (১০ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম ‘আউটলুক ইন্ডিয়া’ ও ‘নিউজ১৮’ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিও জুড়ে দেয়া হয়েছে।
ভিডিওতে দেখা যায়, খালি গায়ে একজন বিমানযাত্রী অপর এক বিমানযাত্রীর সঙ্গে কোনো কিছু নিয়ে তুমুল তর্ক লিপ্ত রয়েছেন। একপর্যায়ে এক ব্যক্তি খালি গায়ে থাকা ব্যক্তিকে থাপ্পড় দেন। এতে খালি গায়ে থাকা ব্যক্তি আরও ক্ষেপে যান এবং ওই ব্যক্তিকে মারতে উদ্যত হন। এ সময় বিমানের অপর যাত্রীরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, খালি গায়ে থাকা ব্যক্তি অপর যাত্রীর কাছ থেকে কোনো কিছু টেনে নেয়ার চেষ্টা করছেন। কিন্তু অপর ব্যক্তি তাতে বাধা দেন। এ সময় বাধা দেয়া ব্যক্তি খালি গায়ে ব্যক্তিকে থাপ্পড় দেন। এতে ভীষণ ক্ষেপে যান খালি গায়ে থাকা ব্যক্তি এবং ওই যাত্রীকে ঘুষি দেয়ার চেষ্টা করেন। এ সময় বিমানের যাত্রীরা এসে দুজনকে থামায়। তবে দ্বন্দ্বে লিপ্ত যাত্রীদের পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, বিতাঙ্কো বিশ্বাস নামে এক টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করেছেন। তবে মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন ফ্লাইটে, কত তারিখে এ ঘটনা ঘটেছিল এবং কী কারণে মারামারি হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি বলেও প্রতিবেদনে জানানো হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
