avertisements 2

মা হারা হলেন নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৩৩ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। গুজরাটের আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মায়ের মৃত্যুর খবর জানান প্রধানমন্ত্রী মোদি নিজেই। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মোদি লেখেন, “একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যার মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।'”

ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গেই থাকতেন হীরাবেন মোদি। তারা গান্ধীনগরের কাছে রায়সান নামের একটি গ্রামে বাস করতেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে নরেন্দ্র মোদি সেখানে ছুটে যান। মায়ের প্রতি শেষশ্রদ্ধা জানান। আজই গান্ধীনগরে হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 

কিছু প্রকল্প উদ্বোধন করতে পশ্চিমবঙ্গে রাজ্যে এসেছিলেন মোদি, মায়ের মৃত্যুর খবর পেয়ে গুজরাটে ছুটে যান। গত ৪ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় নিজ বাড়িতে মায়ের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি।

১৯২৩ সালে গুজরাটের মেহসানার বিসনগরে জন্ম হীরাবেনের। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দুই দিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই রাত সাড়ে ৩টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদির মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও বিশিষ্টজনেরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2