স্বপ্ন সত্যি হলো
পাইলট ছেলে প্লেন চালিয়ে মাকে নিয়ে গেলেন হজে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:২১ এএম, ১২ জানুয়ারী,সোমবার,২০২৬
সব পিতামাতাই তাদের সন্তানদের নিয়ে বড় স্বপ্ন দেখেন। তারা প্রায়ই চান যে তাদের সন্তানরা তাদের ইচ্ছাকে প্রাধান্য দিক। একজন মা চেয়েছিলেন তার ছোট ছেলে পাইলট হোক এবং তাকে বিমানে করে এক দিন মক্কায় নিয়ে যাক। ওই মা স্বপ্ন দেখতেন তার ছেলে এক দিন আকাশে উড়বে এবং তার হজ করার স্বপ্ন পূরণ করবে। অনেক বছর পর ছেলেটি তার মায়ের ইচ্ছা পূরণ করেছে এবং একইসাথে নেটিজেনদের মন জয় করেছে।
এ বিষয়ে টুইটার ব্যবহারকারী আমির রশিদ ওয়ানি ওই পাইলটের একটি ছবি এবং তার মায়ের লেখা বার্তা টুইটারে শেয়ার করেছেন।
ওয়ানির টুইটে লেখা হয়েছে, একজন পাইলটের জন্য এটা খুবই গর্বের মুহূর্ত যে সে তার মাকে নিয়ে বিমান চালিয়ে মক্কায় গেছেন এবং সকল নেটিজেনদের মন জয় করেছেন। আমার মা আমাকে স্কুলের জন্য একটি কার্ড লিখে আমার বুকে ঝুলিয়ে রাখতেন। তিনি আমাকে বলতেন যে তুমি যখন পাইলট হবে, তখন আমাকে তোমার প্লেনে করে মক্কায় নিয়ে যাবে। আজ আমার মা একজন হজযাত্রী এবং আমি তাকে বহনকারী বিমানের পাইলট।
পাইলটের এ ফটোগ্রাফ এবং ক্ষুদে বার্তাটি নেটিজেনদের আনন্দিত করেছে। তারা মন্তব্য বিভাগে পাইলটের জন্য প্রশংসা করেছেন।
একজন অনলাইন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটা আমার পড়া সবচেয়ে সেরা টুইট। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করা যে কারও জন্য বড় গর্বের বিষয়।
অন্য এক নেটিজেন বলেছেন, মায়ের দোয়া সত্যিই অনেক বড় একটি বিষয়।
তৃতীয় এক অনলাইন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘(এটা কোনো মানুষের) জীবনের সেরা মুহূর্ত।’
সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প
মার্কিন চাপে ‘বিপুল সংখ্যক’ রাজনৈতিক বন্দি মুক্তি শুরু করলো ভেনেজুয়েলা





