ছাদখোলা বাসে অল্পের জন্য বিপদ এড়ালেন মেসিরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৪১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে বিজয়ীর বেশে আজ দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। তাই তো সেখানে ফুটবল উৎসবের রঙ এখন আকাশি….আর্জেন্টিনায় ফিরে ছাদখোলা বাসে মেসিদের ট্রফি প্যারেড..আনন্দের মাঝে বড় দুর্ঘটনা হতে পারতো। রাস্তার ঝুলন্ত তার সামনে আসায় দ্রুতই মাথা নিচু করে বিপদ এড়িয়েছেন মেসিসহ বেশকজন ফুটবলার।
বুয়েন্স আইরেসে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে পৌঁছানোর পর লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, আনহেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দিরা সোজা চলে গেছেন ছাদখোলা বাসে। সেই বাসে করেই শহর প্রদক্ষিণ করেছেন তারা। ছাদখেলা বাসের এক পাশে ছোট একটা ছাদে দাঁড়িয়ে মেসিরা জনতার অভিবাদনের জবাব দিচ্ছিলেন।
তখনই রাস্তার ঝুলন্ত তার এসে পড়ে তাদের সামনে। দ্রুতই মাথা নিচু করে তাঁরা দুর্ঘটনার হাত থেকে বাঁচেন। ইএসপিএন আর্জেন্টিনা তাদের টুইটার অ্যাকাউন্টে মেসিদের ছাদখোলা বাসে অভিবাদনের ভিডিও প্রকাশ করেছে।
এদিকে মেসির হাতে বিশ্বকাপ, আর্জেন্টাইন অধিনায়কের ধ্যান-জ্ঞান এখন সোনালি ট্রফি নিয়ে। সোশ্যাল মিডিয়ার তার ছবি শিরোনাম হয়ে উঠছে। এরইমধ্যে বিশ্বরেকর্ডও গড়েছে ইনস্টাগ্রাম পোস্ট।
সতীর্থদের কাঁধে চড়ে ট্রফি উঁচিয়ে ধরার ছবিই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন মেসি, বাকিটা ইতিহাস। এরইমধ্যে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে সেই ছবি। ওয়ার্ল্ডরেকর্ড এগ নামক অদ্ভূত ছবিটির জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে মেসির পোস্ট।
ট্রফি জেতার পর কোনোমতেই সেটা হাতছাড়া করছেন না মেসি। এমনকি ট্রফি নিয়ে বাড়ি ফেরার পরেও সেটা নিয়েই খাচ্ছেন-ঘুমাচ্ছেন আর্জেন্টাইন এ মহাতারকা। ফেসবুক ভেরিফাইড পেজে তিনটি ছবি শেয়ার করেন লিওনেল মেসি। ছবি ক্যাপশনে লিখেছেন ‘শুভ সকাল’।
তবে, বিশ্বকাপ জিতলেও ফিফা র্যাংকিংয়ের শীর্ষে ওঠা হয়নি আর্জেন্টিনার। কাতারে ব্যার্থ মিশনের পরও চূড়ায় বসে আছে ব্রাজিল। চ্যাম্পিয়ন মেসির দল, আর রানার্স আপ ফ্রান্স একধাপ এগিয়েছে। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া ৫ ধাপ উন্নতিতে উঠেছে সাত নম্বরে।