ফাইনাল শেষে বাংলাদেশ নিয়ে যা লিখলো আর্জেন্টাইন গণমাধ্যম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:০৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে নাটকীয়তা শেষে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের এ জয়ে বাংলাদেশে বইছে আনন্দের বাধভাঙা উল্লাস।
যদিও এবারের বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনাকে ব্যাপক সমর্থন দিয়েছে বাংলাদেশি ভক্তরা। এ নিয়ে ফিফা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর প্রকাশ করেছে। এছাড়া আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন ও লিগ ফুটবলও এমন খবর জানিয়েছে। পরে এ নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকেও বাংলাদেশি সমর্থকদের নিয়ে কথা বলতে শোনা যায়।
পরে আর্জেন্টিনার সংবাদমাধ্যম বাংলাদেশ নিয়ে লেখা শুরু করে। তারা বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসাও করে। মেসিদের বিশ্বকাপ জয়ে বাংলাদেশে গতকাল যেন উৎসবে পরিণত হয়। এনিয়ে আর্জেন্টিনার প্রথম সারির গণমাধ্যম বুয়েনস এইরেস টাইম বাংলাদেশকে ‘ক্রিকেট পাগল দেশ’ হিসেবে বর্ণনা করে বলেছে, দেশটির ক্রিকেট দল বিশ্বের অন্যতম সেরা। যদিও বাংলাদেশের ফুটবল সম্পর্কে তাদের মন্তব্য, ‘ফুটবলে বৈশ্বিক তালিকার তলানিতে অবস্থান বাংলাদেশের’।
তারা লিখেছে, চার বছর পরপর বিশ্বকাপ এলে বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে মেতে ওঠে। তারা নিজেদের ভাগ করে নেয় ব্রাজিল ও আর্জেন্টিনা—এই দুই প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকগোষ্ঠীতে।