avertisements 2

সৌদির আতিথেয়তায় মুগ্ধ শাহরুখ, ছড়িয়ে পড়ল ওমরাহর ছবি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:০৭ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

পরনে ওমরাহর পালনের পোশাক। শরীরের কিয়দংশ খোলা। উসকোখুসকো চুল। মুখে মাস্ক। তবে মাস্ক পরা থাকলেও প্রথম দর্শনেই তিনি যে শাহরুখ খান সেটা চেনা যায় সহজেই। ওমরা পালনের এমন বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।  

শাহরুখের একটি ফ্যান পেজ থেকে ছবি ও ওমরার ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই একেবারে অন্য অবতারে দেখা যায় কিং খানকে।  সুপারস্টারকে ঘিরে রয়েছেন অনেকে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীও রয়েছে অভিনেতার সঙ্গে সঙ্গে। 

‘ডাঙ্কি’ ছবির শুট করতে সৌদি আরবে গেছেন শাহরুখ। সেখানকার লোকেশন এবং আতিথেয়তা দেখে এমনই প্রেমে পড়ে যান যে, বুধবার (৩০ নভেম্বর) এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, শুটিং শিডিউল শেষ করার থেকে শান্তির আর কিছুই নেই। এই যেমন সৌদিতে ডাঙ্কির শুট শেষ হলো। আমাদের এমন অপরূপ লোকেশন এবং আতিথেয়তা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি রাজু স্যার এবং টিমের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2