avertisements 2

ভাইরাল ‘মেট্রো ম্যান’ কে এই আব্বাস?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪৮ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

আবুবকর আব্বাস, বয়স ২৩ বছর; বাড়ি তার কেনিয়া। তবে তিনি ভাইরাল হয়েছেন কাতার বিশ্বকাপে, যদিও সেটা স্টেডিয়ামের কোনো কাণ্ডের জন্য নয়। এমনকি সেই কাণ্ডের সাথে বিশ্বকাপের সরাসরি কোনো যোগও নেই!

কাতারের ঐতিহাসিক ‘সৌক ওয়াকিফ’ মার্কেটের সামনে টেনিস আম্বায়ারদের মতো ছোটো চেয়ারে বসেন আবুবকর। হাতে তার কৃত্রিম ফোমের আঙুল লাগানো। আর সেভাবে ছোটো একটা মাইকে তিনি দর্শনার্থীদের দেখান বাজারে যাবার পথ।

আর সেই মাইক্রোফোনেই তিনি বলতে থাকেন, ‘মেট্রো? এই রাস্তায়। মেট্রো? এই রাস্তায়।’
আর আবুবকরের এই দুটো কথাই ফুটবল ফ্যানদের বেশ মনে ধরেছে। সবাই তাকে নিয়েই টিকটকসহ নানা মাধ্যমে ভিডিও বানাচ্ছেন, তার মতো ভঙ্গি করার চেষ্টা করছেন। আর এভাবেই তিনি তকমা পেয়েছেন, ‘মেট্রো ম্যান’। 

এক ফুটবল সমর্থক বলেন, ‘আমরা তাকে ভালোভাসি, আমরা মেট্রো ম্যানকে ভালোবাসি।’ তিনি আরও বলেন, ‘আমি তাকে টিকটকে দেখেছি। আমি মনে করি এটা খুবই মজার। সে আমাকে হাসিয়েছে।’

আরেক ফুটবল সমর্থক বলেছেন, ‘সে সত্যিকারার্থেই তার কাজটা উপভোগ করে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2