বর্ণবাদী মন্তব্যের জেরে বরখাস্ত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:০৬ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে লেবার পার্টির সংসদীয় দল থেকে বাদ পড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক।
বিবিসি জানায়, সোমবার এক অনুষ্ঠানে কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সেই মন্তব্য নিয়ে সমালোচনার জেরে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে লেবার পার্টি।
লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ায় রূপাকে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে। বিষয়টি তদন্ত করে দেখারও ঘোষণা দিয়েছে পার্লামেন্টের বিরোধীদল লেবার পার্টি।
ক্ষমতাসীন টোরি দলের চেয়ার জ্যাক বেরি লেবার এমপি রূপার ওই মন্তব্যকে বর্ণবাদী আখ্যা দিয়েছেন। লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার ওই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন।
এ বিষয়ে এমপি রূপা হক বলেছেন, ওই মন্তব্যের জন্য অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।