রানি এলিজাবেথের নামে ওমরাহ: ইয়েমেনি নাগরিক গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:২৪ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

ছবি: আটক ইয়েমেনি নাগরিক
সৌদি পুলিশ ব্রিটেনের প্রয়াত রানি এলিজাবেথকে ওমরাহ উৎসর্গ করায় এক ইয়েমেনি নাগরিককে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ব্যক্তি নিজের একটি ভিডিও ক্লিপ পোস্ট করে ঘোষণা করেন যে, তিনি প্রয়াত রানীর জন্য মক্কায় ওমরাহ পালন করেছেন। এরপরই মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সৌদি পুলিশ।
সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি টুইটারে বলে, এক ইয়েমেনি নাগরিককে ওমরাহ’র নিয়ম লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়। এর আগে তিনি একটি ব্যানারসহ নিজের একটি ভিডিও পোস্ট করেন যাতে লেখা ছিল, ‘রাণী দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ, আল্লাহ তাকে বেহেশতে এবং নেককারদের মধ্যে কবুল করুন।’
এজেন্সি আরও জানায়, তদন্তের জন্য তাকে পাবলিক প্রসিকিউশনে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ইসলামের আইন অনুযায়ী- ভিন্ন ধর্মীয় বিশ্বাসের কারো জন্যে ওমরাহ করার অনুমতি নেই। সূত্র: মিডল ইস্ট আই
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
