avertisements 2

সর্বকনিষ্ঠ মেয়রকে বিয়ে করলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:২৭ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ভারতের সর্বকনিষ্ঠ মেয়র আরিয়া রাজেন্দ্রন বিয়ে করেছেন দেশটির কেরালার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য সচিন দেবকে। রোববার একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম আইএএনএস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। কেরালারর তিরুঅনন্তপুরমের মেয়র আরিয়ার বয়স ২৩ বছর। দেশের সর্বকনিষ্ঠ মেয়র তিনি। অন্যদিকে ২৯ বছর বয়সী সচিন কেরালার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য।

সচিনের সঙ্গে আরিয়ার অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। রাজনীতি করতে গিয়েই পরস্পরের কাছাকাছি আছেন তারা। সচিন বালাসংঘমে পার্টির কাজে যখন ব্যস্ত, তখন থেকেই তাদের প্রেম শুরু হয়। সচিন একনিষ্ঠ এসএফআই কর্মী ছিলেন। আর তারই সঙ্গে কাজ করছিলেন আরিয়া। সেই সময়ই শুরু হয় এই প্রণয়পর্ব। পরবর্তীতে রাজনৈতিক কার্যকর্মের পাশাপাশি চলতে থাকে প্রেমই। সেই প্রেমই অবশেষে পূর্ণতা পেল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2