avertisements 2

অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরা নির্বাচিত সিনেটর ফাতিমা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১২:৪০ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেটর নির্বাচিত হয়েছেন আফগান বংশোদ্ভূত তরুণী ফাতিমা পায়মান। বয়স ২৭ বছর বয়সী ফতিমা দেশটিতে প্রথম হিজাব পরিহিতা সিনেটর। পায়মানের বাবা শরণার্থী হিসেবে আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন।
পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে বাবার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন পায়মান। লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে ২০১৮ সালে ৪৭ বছর বয়সে মারা যান বাবা। ভবিষ্যতে খারাপ সময়ের কথা চিন্তা করে, সংসার চালাতে এবং আমার ও সহোদরদের জন্য অর্থ জোগাড় করতে গিয়ে বাবা ট্যাক্সিচালক ও নিরাপত্তাকর্মীর কাজ করেছেন। তিনি নিজের জন্য কিছুই করতে পারেননি।
 
২০০৩ সালে পায়মান মা ও তিন ছোট সহোদরের সঙ্গে অস্ট্রেলিয়ায় পৌঁছান। তখন তার বয়স ছিলো আট বছর। তিনি পার্থে অস্ট্রেলিয়ান ইসলামিক কলেজে পড়াশোনা করেন। পরে চিকিৎসক হতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।

পার্লামেন্টে দেওয়া ভাষণে নিজের পছন্দেই হিজাব পরছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমার কী পোশাক পরা উচিত, সেই উপদেশ দিতে কিংবা আমার বাহ্যিক অবস্থা দেখে আমার যোগ্যতা বিবেচনা করতে পছন্দ করেন, জেনে রাখুন, হিজাব আমার পছন্দ।’

পায়মান বলেন, ‘কে ভেবেছিল আফগানিস্তানে জন্ম নেওয়া এক তরুণী ও এক শরণার্থী বাবার মেয়ে আজ এই পার্লামেন্ট কক্ষে দাঁড়িয়ে কথা বলবে।’ সূত্র: সিবিএস নিউজ

বিষয়:

আরও পড়ুন

avertisements 2