পুতিনকে ৫০ সেকেন্ড ধরে দাঁড় করিয়ে রাখলেন এরদোয়ান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:৩৫ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ইরান সফরে গিয়ে মঙ্গলবার এক অদ্ভূত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন তাকে ৫০ সেকেন্ড ধরে দাঁড় করিয়ে রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। পুতিন অতীতে এরদোয়ানসহ অনেক নেতাকে এভাবে অপেক্ষা করিয়েছেন। তুরস্কের মিডিয়া মঙ্গলবারের ঘটনাকে আগের ঘটনার সঙ্গে তুলনা করেছে।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ন্যাটো জোটের কোনো নেতার সঙ্গে ইরানে এটিই পুতিনের প্রথম বৈঠক।
তুরস্কের প্রেসিডেন্সি থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পুতিন তার চেয়ার এবং দুই দেশের পতাকার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তার হাত আঁকড়ে ধরা, মুখ নাড়ছেন। তবে এরদোয়ানের উপস্থিতির আগে পুতিনকে নিজের অবস্থান বদলাতে দেখা গেছে। এরপর পুতিন এরদোয়ানের দিকে হাত বাড়ান। এরদোয়ান বলেন, হ্যালো, কেমন আছেন ভালো?" তারপর একে অপরের দিকে হাসেন এবং করমর্দন করেন।
মিডিয়া রিপোর্টে বলা হয়, অতীতে বিশ্ব নেতাদের পুতিন এভাবে দাঁড় করিয়ে রেখেছেন, এমন নজির রয়েছে। বিশেষ করে ২০২০ সালে মস্কোতে একটি বৈঠকের আগে এরদোয়ানকে প্রায় দুই মিনিট দাঁড় করিয়ে রেখেছিলেন পুতিন। মঙ্গলবারের ভিডিও প্রকাশ্যে আসতেই তুরস্কের টি24 ওয়েবসাইট শিরোনাম করে ‘এটি কি প্রতিশোধ ছিল?’