মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:০৩ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে ইভানা ট্রাম্পের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। ইভানা ট্রাম্পকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। সাবেক স্ত্রীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে ট্রাম্প তার প্রতিষ্ঠিত রক্ষণশীল সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ একটি পোস্ট করেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, " যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন। তিনি আরও লিখেন, ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক মহিলা ছিলেন।
আমার প্রথম তিন সন্তানের মা ইভানা। এ পর্যন্ত তিনবার বিয়ে করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইভানা ট্রাম্প ছিলেন তার প্রথম স্ত্রী। ১৯৯৩ সালে বিয়ে হয় তাদের। ইভানা ছিলেন চেক প্রজাতন্ত্রের একজন মডেল। ১৯৯৯ সালে বিচ্ছেদ হয় তাদের। ২০০৫ সালে তৃতীয় বিয়ে করেন ট্রাম্প। স্ত্রী মডেল মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
