কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি, ৪৮ ঘণ্টায় নিম্নচাপের সম্ভাবনা, হতে পারে ভারী বৃষ্টি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:০৬ পিএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার দিনভর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
কখনও আকাশে চড়া রোদ, আবার কখনও কালো মেঘে ঝিরঝিরে বৃষ্টি। ক’দিন ধরে কলকাতার আকাশের চেহারাটা এমনই। মঙ্গলবার সকালেও এই ছবির বদল ঘটেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য! আবার দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ বৃহস্পতি, শুক্র ও শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উল্লেখ্য, এ বার নির্ধারিত সময়ের পরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে। এখনও পর্যন্ত সে ভাবে ভারী বৃষ্টির দাক্ষিণ্য পায়নি দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
