শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট ভবন দখল করে ভেতরে বিক্ষোভকারীরাদের উল্লাস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ১০:০৪ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন দখলে নিয়ে উল্লাসে মেতে উঠেন বিক্ষোভকারীরা। ভবনের ভেতরে শোয়ার ঘরে ঢুকে কেউ কেউ উল্লাসিত অবস্থায় সেলফি তুলেন। রান্নাঘরে ঢুকে খাবার নিয়ে খেতে দেখা যায় উল্লাসিত বিক্ষোভকারীদের। অনেকেই প্রেসিডেন্ট প্রসাদের ভেতরে সুইমিংপুলে নেমে উল্লাস করতে থাকেন। সোস্যাল মিডিয়ায় ছবি ও মোবাইলে ধারণ করা ভিডিওতে ই দৃশ্য দেখা যায়।
শুধু প্রেসিডেন্টের বাসভবন নয়। বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ভবনও দখলে নেয় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে শনিবার সকালে প্রেসিডেন্ট ভবন ছেড়ে পালিয়ে যান। এরপর দেশটির বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদ থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন। কিন্তু এতে বিক্ষোভকারীরা থামেনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবনও দখলে নেয়।
এদিকে বিবিস শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পীকারের বরাত দিয়ে এক খবরে জানিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া আগামী ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।
গত ৯ মে প্রচণ্ড বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাসভবন ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এরপরই রনিল বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেস্টা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্টেরও পদত্যাগের দাবীতে বিক্ষোভ অব্যাহত রাখে। এক পর্যায়ে বিক্ষোভ আরো জোরদার করা হয় প্রেসিডেন্টের পদত্যাগের দাবীতে। শনিবার (৯ জুলাই) প্রচণ্ড বিক্ষোভের মুখে ভাইয়ের মতই রাষ্টীয় ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন গোতাবায়া।
অর্থনৈতিক চরম সঙ্কটের মুখে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। কাগজ কেনার টাকার অভাবে বন্ধ হয়ে যায় স্কুল-কলেজের পড়াশোনা। জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় মানুষ অতীষ্ঠ হয়ে রাজপথে নেমে আসে পাকসে পরিবারের শাসনের বিরুদ্ধে। ধারাবাহিক বিক্ষোভে প্রথমে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে পালিয়ে যান মাহিন্দা রাজাপাকসে। তবে তাঁর ভাই গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট পদে বহাল তবিয়তে রয়ে যান। এতে দেশটির জনগণ প্রেসিডেন্টের পদত্যাগের দাবীতে বিক্ষোভ অব্যাহত রাখে।
শ্রীলঙ্কার এই রাজনৈতিক অস্থিরতা প্রমান করে জনগনের শক্তির কাছে লুটপাটকারীরা পরাজিত হতে বাধ্য। প্রয়োজন দাবী সুনির্দিষ্ট করে জনগণকে নিয়ে রাজপথে নামা।