পেট্রলের দামবৃদ্ধির জন্য কেন তাজমহলকে দায়ী করলেন ওয়াইসি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৪১ পিএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

যদি শাহজাহান তাজমহল তৈরি না করতেন, তাহলে আজ ভারতে পেট্রলের দাম প্রতি লিটারে ৪০ রুপি হতো। বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যঙ্গাত্মক আক্রমণ করে এমন মন্তব্য করেছেন হায়দরাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি।
বিজেপি ভারতের সব সমস্যার জন্য ক্রমাগতভাবে মুঘল ও মুসলমানদের দোষারোপ করে আসছে। এর প্রেক্ষিতে এক জনসভায় ওয়াইসি বলেন, দেশের তরুণরা বেকার, মুদ্রাস্ফীতি বাড়ছে, ডিজেল প্রতি লিটারে ১০২ রুপিতে বিক্রি হচ্ছে। প্রকৃতপক্ষে আওরঙ্গজেব এর জন্য দায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়। বেকারত্বের জন্য দায়ী সম্রাট আকবর। পেট্রল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০৪ থেকে ১১৫ রুপিতে, তাজমহল যিনি বানিয়েছেন তিনিই এজন্য দায়ী। খবর এনডিটিভির।
হায়দরাবাদের এই এমপি বলেন, যদি তিনি তাজমহল না বানাতেন তাহলে আজ পেট্রল ৪০ রুপিতে বিক্রি হতো। প্রধানমন্ত্রী, আমি স্বীকার করি যে তিনি (শাহজাহান) তাজমহল এবং লাল কেল্লা তৈরি করে একটি ভুল করেছেন। তার উচিত ছিল সেই টাকা সঞ্চয় করে ২১০৪ সালে মোদীজির কাছে হস্তান্তর করা। প্রতিটি ইস্যুতে তারা বলে মুসলমানরা দায়ী, মুঘলরা দায়ী।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আরও বলেন, ভারত কি শুধু মুঘলরাই শাসন করেছিল? অশোক করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য কি করেননি? কিন্তু বিজেপি শুধু মুঘলদের দেখতে পায়। তারা এক চোখে মুঘল, অন্য চোখে পাকিস্তান দেখেন।
ওয়াইসি বলেন, মুঘল বা পাকিস্তানের সঙ্গে ভারতের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আমরা (মুহাম্মদ আলী) জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এবং এই বছর স্বাধীনতার ৭৫তম বছর উদযাপন করব। এই দেশের ২০ কোটি মুসলমান এই সত্যের সাক্ষী যে তাদের পূর্বপুরুষরা জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং ভারতে রয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ভারত আমাদের প্রিয় দেশ। আমরা ভারত ছাড়ব না। আমাদের চলে যেতে আপনি যতই স্লোগান দেন না কেন। আমরা এখানে বাঁচব এবং এখানেই মরব।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
