বেলারুশ ভূখণ্ডে মিসাইল ছুঁড়লো ইউক্রেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ১১:২২ এএম, ১৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

এবার বেলারুশের ভূখণ্ডে মিসাইল ছুঁড়লো ইউক্রেন। এমন দাবি করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। যদিও তিনি তার দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি। তবে তিনি বলেন, যদি তার ভূখণ্ড আগ্রাসনের শিকার হয় তবে তা তিনি রক্ষা করবেন। খবর আলজাজিরার।
তিনি বলেন, তাদের সামরিক স্থাপনাকে টার্গেট করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিয়েভ। তবে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে সেগুলো। এ ধরণের হামলাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে মিনস্ক। উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে। রাষ্ট্রীয়
গণমাধ্যমে দেয়া বিবৃতিতে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, ইউক্রেন হামলা চালাতে পারে এমন আশঙ্কা আগেই জানিয়েছিলেন তিনি। গত সপ্তাহে বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেনে মিসাইল ছোঁড়া হয় বলে দাবি করেছিল ইউক্রেন। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।